ইন্টার্ন একাডেমির
গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতার কথা

আমাদের শিক্ষার্থীদের সফলতার প্রতিটি গল্প এগিয়ে চলার উদ্দীপনা যোগায় প্রতিটি মূহুর্তে।

Rakibul Hasan

Creative Designer at NEXT Ventures

Intern Academy significantly contributed to my professional development as a designer.
Through their program, I gained valuable insights into design systems, marketing strategies, and various design processes. The knowledge and support I received were instrumental in enhancing my skills and understanding of the industry.

Md Abdur Rouf

AI Artist - Creative lead at Nagad

Intern Academy is a fantastic platform for anyone wanting to learn design from scratch or sharpen their existing skills. The lessons are well-structured, beginner-friendly, and focused on real-world projects. If you’re serious about a career in design, this is the place to start!

Md. Saidur Rahman

Co-Founder; COO at Content King Bangladesh

ডিজাইনের মাধ্যমে কিভাবে গল্প বলা যায় সেটা শেখার জন্য হলেও intern Academy এর Design Hacks কোর্স টা করা উচিৎ । স্টোরিটেলিং কনটেন্ট তৈরির জন্য intern Academy এর কোন alternative এখন পর্যন্ত আমার চোখে পড়েনাই বাংলাদেশে। এবং এখানের লার্নিং প্রসেস, মডিউল একদম ই ভিন্ন এবং ইন্ডাট্রি ফোকাসড যা একজন জুনিয়র ডিজাইনার থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হবার পার্ফেক্ট রোডম্যাপ পায়।

Farjana Binta Younus

Game Artist at Orion Group

ইন্টার্ন একাডেমি তে আসার আগে আমার ডিজাইনে কোন গল্প ছিলো না অর্থাৎ আমি আমার ডিজাইন এর মধ্যে কি বুঝাতে চেয়েছি তা স্পষ্ট ছিলো না। কিন্তু এখন আমি আমার ডিজাইনটাকে একটি গল্পের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করতে পারি। এছাড়াও আমার ডিজাইন এর অনেক ছোট বড় সমস্যার সমাধান আমি পেয়েছি এই ইন্টার্ন একাডেমিতে। আর অনেক অনেক ধন্যবাদ সাব্বির ভাই কে এই যাএাটা সহজ থেকে সহজ করে দেওয়ার জন্য।

Farhad Kabir Sakib

Creative Visualizer at Asia.agency

Design Hack Course টা শুরু করার আগে আমার অনেক Expectation ছিল। এবং প্রথম সেশন আমার ধারনার চেয়েও অনেক বেশি কিছু। এত Interactive Couse কোথাও আছে কিনা জানি না অন্তত আমি আগে কখনও করি নাই। সাব্বীর ভাইয়া আমাকে শিখিয়েছে Meaningful Design কাকে বলে। আমি এখন Over Think না করেই Visual কে কিভাবে আরও প্রানবন্ত করা যায়, সেটা শিখেছি এবং শিখছি। একটা Brand এর Online Presence কেমন হতে পারে তার ধারণা পেয়েছি। আলহামদুলিল্লাহ!
ধন্যবাদ সাব্বীর ভাই, আপনি আমার One & Only Mentor! One of My Inspiration!

Jahirul A. Faysal

Creative Designer at Cozy Slim

আমি ইন্টার্ন একাডেমির Design Hacks ব্যাচ ৫ এর স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ Design Hacks আমার ক্যারিয়ার ম্যাপ বদলে দিয়েছে। ডিজাইন নিয়ে চিন্তা ভাবনা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। একজন ডিজাইনারের জন্য এই কোর্সটি বাধ্যতামূলক বলে আমি মনে করি কারন- স্টোরি টেলিং, ক্রিয়েটিভ আইডিয়া জেনেরেশন, ব্রান্ড গাইডলাইন ও বিভিন্ন ব্র‍্যান্ডের ডিজাইন এনালাইসিস, ডিজাইন প্রিন্সিপালের ডিপ নলেজ সহ আরো অনেক অনেক ডিজাইন রিলেটেড থিওরি রয়েছে যেগুলো বাংলাদেশের অন্য কোনো কোর্সে পাওয়া যাবে নাহ। 

js_loader
Sabbir Ahmmed
5.0
Based on 13 reviews
powered by Facebook
আমার কাছে Ultimate Design Hacks- Batch 01 ছিল অসাধারণ এবং লাইফ চেঞ্জিং এখান থেকে অনেক নতুন বিষয় শিখেছি। Sabbir Ahmmed ভাই এর ব্যাপারে কি বলবো ,তিনি আমার দেখা অসাধারণ একজন মেন্টর এবং ভালো মনের মানুষ। তার মতো মেন্টর পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।দোয়া করি Sabbir Ahmmed জন্য যাতে সে এভাবেই মানুষকে সহযোগিতা করতে পারে।
Md Abdul MomanMd Abdul Moman
14:25 25 Aug 23
প্রত্যাশার চাইতে যখন প্রাপ্তি বেশি হয় তখন সেই জিনিসের প্রতি ভালোলাগা ও ভালোবাসা বহুগুণ বেড়ে যায়। ঠিক তেমনিই "DESIGN
HACK COURSE" এর প্রথম সেশন শেষে আমার প্রত্যাশার চাইতে অনেক বেশি কিছু পেয়েছি । যা আমার SKILL DEVELOPMENT
করতে অনে ক সাহায্য করছে । এবং আমি এখন গ্রাফিক ডিজাইনার হয়ে কেরিয়ার দাঁড় করানোর স্বপ্ন দেখি । এই স্বপ্ন দেখার পেছনে
"DESIGN HACK COURSE" এর মেন্টর MD. SABBIR ভাই💝 অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং করতেছেন। এবং আমি
এইও স্বপ্ন দেখি যে অদরূ ভবিষ্যতে আমরাই গ্রাফিক ডিজাইনার হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব ইনশাআল্লাহ। আমি আমার নিজেকে
দিয়েই পরীক্ষি ত, কেননা এই কোর্স শুরুর পূর্বে আমি DESIGN নিয়ে কোন Thinking করতে পারতাম না এবং কোন IDEA মাথায় আসতোনা
, তবে আলহামদলিুলিল্লাহ এখন ডিজাইন নিয়ে Thinking করতে পারি , তবে অনে ক IDEA মাথায় না আসলে ও কি ছুটা মাথায় আসে এবং
ইনশাআল্লাহ দিন দিন এটি আরো উন্নতি করতে পারবো । তবে আমার "DESIGN HACK COURSE" এর এই পর্যন্ত সবচাইতে ভালো
লেগেছে যেটি, সেটি হলো MD. Sabbir ভাইয়ের Problem Solution প্রক্রিয়া। আমি যখনই সাব্বি র ভাইয়ে র কাছে আমার Problem এর
কথা বলে ছি সাব্বি র ভাই তখনই Friendly ভাবে problem এর solution বের করে দিয়েছেন। যা আমাকে অনেকটা উপকৃত করেছে ।
আল্লাহর কাছে মন থেকে দোয়া করি , যেন আল্লাহ তায়ালা সাব্বি র ভাইকে নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং সাব্বির ভাইয়ের ভবিষ্যৎ
পরিকল্পনায় আল্লাহ তাআলা যেন আমাদের অবদান রাখার তৌফিক দান করেন। "আমিন"।
Farhad Kabir SakibFarhad Kabir Sakib
14:07 25 Aug 23
Design Hack Course টা শুরু করার আগে আমার অনেক Expectation ছিল। এবং প্রথম সেশন আমার ধারনার চেয়েও অনেক বেশি কিছু। এত Interactive Couse কোথাও আছে কিনা জানি না অন্তত আমি আগে কখনও করি নাই। সাব্বীর ভাইয়া আমাকে শিখিয়েছে Meaningful Design কাকে বলে। আমি এখন Over Think না করেই Visual কে কিভাবে আরও প্রানবন্ত করা যায়, সেটা শিখেছি এবং শিখছি। একটা Brand এর Online Presence কেমন হতে পারে তার ধারণা পেয়েছি। আলহামদুলিল্লাহ!

ধন্যবাদ সাব্বীর ভাই, আপনি আমার One & Only Mentor! One of My Inspiration!
Swdeep BillahSwdeep Billah
12:18 09 Jul 23
বর্তমান যুগের অন্যতম একটি পেশা হল গ্রাফিক ডিজাইন। কৌতূহল থেকে শখ, শখ থেকে শেখা, আর সেই শেখা থেকেই পেশা হিসাবে শুরু হয় আমার গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার। শুরুটা হয়েছিল সরকারি গ্রাফিক আর্টস থেকে, (বাকি গল্প অন্যদিন বলবো।)
প্রায় ৫+ বছর গ্রাফিক ডিজাইনের সাথে থাকার পরও কেন জানি ডিজাইনে অনেক কিছু মিসিং মিসিং লাগতো। আমার চিন্তাভাবনার সাথে ডিজাইনের ফাইনাল আউটপুটের ছিল আকাশপাতাল তফাৎ! যেহেতু টেক নিয়ে কিছুটা অভিজ্ঞতা আগে থেকেই ছিল তাই আর কোথাও কোর্স করা হয়নি, যা হয়েছে সব ব্লগ পোস্ট, ইউটিউব, গুগল করে!
অনেক প্রতিষ্ঠানের সাথে আমার কথা হয়, তাদের সেখানর ধরন (মডিউল) আমার কাছে বরাবর'ই গতানুগতিক লেগেছে, আমি আসলে খুজতেছিলাম টুলস'র বাহিরে কিছু, কিছু টিকস, কিছু অজানা তথ্য। খুজতেছিলাম এমন একজন মেন্টর বা মানুষকে যে হবে সৎ, পরিশ্রমী, দক্ষ, ক্রিয়েটিভ ব্যাক্তিত্ব সম্পূর্ণ একজন মানুষ। যেহেতু গুণাবলীর শীর্ষে থাকা একজন মেন্টর এর সন্ধানে ছিলাম, তাই খুঁজে বের করাটা অতটা সহজ ছিল ন!
ফাইনালি গত বছর হঠাৎ করেই একদিন সাব্বীর ভাইয়ের সাথে কথা হয়। এতোও ভালো ডিজাইনার কখনো আমার মেসেজ এর রিপ্লাই দিবে এটা কখনো ভাবিনি। এ দেখি অবাক কাণ্ড!!! ভাইয়া কথা বলার এক পর্যায় চা খাওয়ার দাওয়াত দিল। পরদিন'ই সব কাজ ফেলে তাঁর সাথে দেখা করলাম। অনেক কথা হল। তারপর থেকে প্রতিনিয়ত মানুষটি নিরলস ভাবে আমার জ্বালাতন সহ্য করে যাচ্ছে। শুধু মাত্র ডিজাইনের ফিডব্যাক না, সে বাস্তব জীবনের অনেক কিছু সিখেয়েছে আমাকে। আমি বলে বা লিখে শেষ করতে পারবো না।

পরিশেষে একটুকু বলবো গ্রাফিক ডিজাইন জগতের অন্যতম একজন মানুষ 'সাব্বীর ভাই' যেমন তাঁর মেধা, শিখানোর ধরন, স্কিল, পারসোনালিটি, কমুনিকেশন, ব্যাবহার, সব মিলিয়ে আমার পছন্দের মানুষের তালিকাতে শীর্ষে থাকা মানুষদের মধ্যে একজন। আপনার জন্য অশেষ ভালবাসা ও শুভ কামনা ভাইয়া <3
Abdullah Al MaksudAbdullah Al Maksud
07:28 15 Jun 23
গ্রফিক্স ডিজাইন শেখা থেকে শুরু করে প্রায় দুই বছর হয়ে গেলো, এতদিন ডিজাইন মানে বুঝতাম টুলস দিয়ে আঁকাআকি করা কিংবা কিছু একটা করতে পারলেই চলে। বড় বড় আইটি প্রতিষ্ঠান গুলো সাধারণত এভাবেই ট্রেইনিং করিয়ে থাকে।

সাব্বির ভাইয়ার মেন্টরশিপ নেয়ার সুযোগ পেয়েছি চার মাস আগে, তারপর থেকে ডিজাইন জগৎকে নতুনভাবে দেখা শুরু করি, যে বিষয়গুলো কোনো প্রতিষ্ঠান এখনো শেখায় না। এখন নিজের ডিজাইনকে অনুভব করা যায়, নিজের কাজ দেখে আনন্দ হয়।

Graphic Design Roadmap by Sabbir Ahmmed Batch-1 এ জয়েন করেছিলাম আমি, এটাকে তথাকথিত কোনো কোর্স বলা চলে না, এটা একটা মেন্টরশিপ প্রোগ্রাম। যেখানে সাব্বির ভাইয়া আমাদেরকে দেখিয়েছেন কিভাবে একটা ডিজাইন চিন্তা করতে হয়, শুরু করতে হয়, হাই কোয়ালিটি রিসোর্স কোথা থেকে পাওয়া যায়, কিভাবে ডিজাইন দিয়ে গল্প বলা যায় এবং পারফেক্ট কম্পোজিশন ও টাইপোগ্রাফির ব্যবহার করা।

সব থেকে বড় বিষয় হলো কোনো ডিজাইন দেখার পর সবাই বলতে পারে সেটা ভালো কিংবা খারাপ হয়েছে কিন্তু কেনো হয়েছে সেটা বলতে পারে না। যেখানে সাব্বির ভাইয়া ধরে ধরে বুঝিয়ে দেন কেন ভালো লাগছে না, কি করলে ভালো হবে ইত্যাদি।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাব্বির ভাইয়া আমাদের সাথে সবসময় কানেক্টেড থেকে ফিডব্যাক ও দিক নির্দেশনা দেয়ার জন্য 🥰
Mazharul IslamMazharul Islam
10:01 13 Jun 23
ভাইয়া আপনার ডিজাইন শেখানোর বিষয় নিয়ে বলতে গেলে বলে শেষ করা যাবে না। ডিজাইন বলতে আগে জানতাম ভালো করে টুলস জানা। আর একটা ডিজাইন তৈরি করতে গিয়ে কনসেপ্ট মিলাতে না পেরে ওখানেই শেষ করে দেওয়া। কারন আগে যেই সব যায়গা থেকে শেখার চেষ্টা করেছি , শুধু এইটাই পেয়েছি।
ভাইয়া আপনার মাধ্যমেই জানতে পারলাম টুলস পারা মানেই ডিজাইন শেখা না । আপনার থেকেই ডিজাইন এর ইতিহাস , ডিজাইন ধরন, সৌন্দর্য, একটা ডিজাইন এর পূর্ণাঙ্গ রূপ দেয়া, ডিজাইন এ নতুনত্ব আনা ,এছাড়াও ডিজাইন ও বাহিরের সাথে সম্পৃক্ত বিষয়ে জানতে পেরেছি।
আপনি একটা কথা সবসময়ই বলেন, আপনার কাছে আসা মানে আপনার মত হতেই হবে সেটা যে ভাবেই হোক।
আপনি যখন আমাদেরকে ধারণা দেন, শেখান, মনে হয় যে নিজেই আবার নিজেকে শিখাচ্ছেন। ধন্যবাদ দিয়ে আপনার মত মানুষকে ছোট করতে চাই না। আমাদের মত যারা আসলেই শিখতে চাই তাদের জন্য নিজেকে এভাবেই বিলিয়ে দিন ।❤❤
Zobair HossainZobair Hossain
16:21 12 Jun 23
গ্রাফিক্স ডিজাইন শেখা থেকে শুরু করে এখন প্রায় পাঁচ বছর হয়েছে। ডিজাইন সম্পর্কে আমার প্রথমত বেসিক ধারণা ছিল এজন্য বেসিক ধারণা নিয়ে তেমন কোন সমস্যা সম্মুখীন হতে হয়নি কিন্তু অ্যাডভান্স ডিজাইন পুরোটাই শিখি সাব্বির ভাইয়ের থেকে, আমার কাছে মনে হয়েছে এডভান্স ডিজাইনের জন্য সাব্বির ভাইয়াই বেস্ট। বেস্ট বলার পিছে অনেকগুলি কারণ আছে যেমন সাব্বির ভাই ডিজাইন শিখানো ধারণা সবার থেকে আলাদা একজন ছাত্র কিভাবে নিজেকে আরো আরো ইমপ্রুভমেন্ট করবে । একজন ডিজাইনার মার্কেটে যে কি কি সম্মুখীন হবে তার দশ বছরের অভিজ্ঞতা থেকে আমাদের মাঝে শেয়ার করে। কে কিভাবে ডিজাইন ইমপ্রুভমেন্ট করবে নিয়মিত খোঁজ খবর নিচ্ছে প্রতিটি ডিজাইনের সুন্দর ফিডব্যাক দিচ্ছে যে ফিডব্যাক গুলো আমাদের আরো ভালো ডিজাইন করার উৎসাহিত করে। আমার কাছে বেস্ট মনে হয় আরেকটি কারণ সাব্বির ভাইয়ের থেকে শেখার পরে সবসময় কখনো তাকে পায়নি ব্যাপারটা এমন হয়নি এখনো, যেকোনো সময় তাকে মেসেজ কিংবা ফোনে পেয়েছি ভাই এই সমস্যা সঙ্গে সঙ্গে ঠিক। আমার কাছে সাব্বির ভাই বলতে একজন ম্যানটোর বা গাইড লাইন।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাব্বির ভাই আপনার মত একজন গাইডলাইন পেয়ে😍
Shahidul IslamShahidul Islam
10:27 12 Jun 23
আমি প্রথমে ভালো কোন ডিজাইন ইন্সটিটিউট না পেয়ে আমি শুরুতে ইউটিউব দেখে টুকটাক কাজ শুরু করলাম কিন্তু ইউটিউবে ইন্ডাস্ট্রির বা ডিজাইনের সব খূটি নাটি কেউ শেয়ার করে না তাই অনেক হতাশ ছিলাম,

কিন্তু সাব্বির ভাইয়ার কাছে যে পরিমানের জিনিস গুলা শিখতে পেরেছি তা আমার মনে হয় কোন ডিপ্লোমা বা কোর্সে শেখা সম্ভব নয়,

ক্রিয়েভিটি কি জিনিস,ক্লিন মিনিংফুল ডিজাইন কিভাবে করতে হয় নতুন আইডিয়া নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং ডিজাইনে মাধুর্য কিভাবে নিয়ে আসতে হয় তা সব রেগুলার ভাইয়ার গাইডলাইন এবং ফিডবেক এর মধ্যে দিয়ে গিয়ে এসব শিখতে পারলাম.

ধন্যবাদ,
ভাইয়া আপানার থেকে ভালো শিখার একটা সুযোগ দেওয়ার জন্য |🥰
Siyam ChowdhurySiyam Chowdhury
10:17 12 Jun 23
অনেকদিন যাবৎ চিন্তা করতেছিলাম ডিজাইন শিখব। তো যে ভাবা সেই কাজ, ঢাকায় এক ভাইয়ের মাধ্যমে সাব্বির ভাইয়ার খোজ পাই। পরিশেষে সাব্বির ভাইয়ার কাছে বেসিক ক্লাসের জন্য ভর্তি হয়ে যায়। সাব্বির ভাইয়ার থেকে যতটুকু আশা করি নাই তার চেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে সব সময়। প্রত্যেকদিন ক্লাসের বাহিরেও গাইড লাইন দিয়েই যাচ্ছে। কিভাবে জিবনে ভালো কিছু করা যাবে সম্পূর্ণ ভাবে প্রপার গাইড লাইন দিচ্ছে। টুলস শেখা মাত্র কয়েকদিনের ব্যপার তবে আইডিয়া জেনারেট করা টা শেখা খুবই ইম্পরট্যান্ট। ঠিক তেমনি সাব্বির ভাইয়া নিজ হাতে ধরে ধরে আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় সে ব্যাপারে সব সময় ধারণা দিয়েই যাচ্ছেন। টুলস শিখে অনেকেই ডিজাইন করতে পারে কিন্তু নিজে আইডিয়া জেনারেট করে কাজ করতে পারলে অনেক ভালো কিছু করা যাবে এবং অনেক দুরে যাওয়া যাবে এটা সাব্বির ভাইয়ার কাছে না আসতে পারলে জানতাম ই না।আমার বিশ্বাস সাব্বির ভাইয়ার কাছে আজ অব্দি কেউ এসে নিরাশ হয় নি আর হবেও না ইনশাআল্লাহ। সাব্বির ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। ❤️
Mehedi Hassan AkashMehedi Hassan Akash
10:03 12 Jun 23
আমার অনেক আগ থেকে গ্রাফিক্স ডিজাইনার হওয়ার ইচ্ছা তবে সঠিক গাইডলাইন এবং মেন্টার না পাওয়ার কারণে সেই স্বপ্ন কখনো পূরণ হয়ে ওঠে নাই। আমার কাছের বড় ভাই জুবায়ের ভাইয়ার মাধ্যমে সাব্বির ভাইয়ের সাথে পরিচয়। জুবায়ের ভাইয়া সাব্বির ভাইয়ার একজন স্টুডেন্ট। জুবায়ের ভাই আমাকে বলেন সাব্বির ভাইয়ের কাছ থেকে কাজ শিখতে। সাব্বির ভাই আমার জন্য একটা স্বপ্ন ছিল আমি লুকিয়ে তার আইডি দেখতাম তার কাজ দেখতাম কিন্তু কখনো সাহস হয়ে ওঠে নাই তার সাথে কথা বলার। আমি এই সুযোগটা মিস না করে সাব্বির ভাইয়ের থেকে কাজ শেখা শুরু করলাম ইনশাআল্লাহ এখন ভাইয়ার সাথে কাজ করছি। আমরা পুরো টিম গর্বিত তার সাথে কাজ করতে পেরে।
Arafat PavelArafat Pavel
06:48 30 Jul 22
আমি এখন পর্যন্ত কোন কোর্স করে ডিজাইন শিখি নাই। যা শিখেছিলাম সবই ইউটিউব দেখে। কিন্তু দিনশেষে একটা প্রোপার গাইডিং এর দরকার ছিলো। একদিন সাব্বির এর সাথে কথা হয় এই বিষয়ে। তখন সে আমাকে অনেক সুন্দর করে বেশ কিছু বিষয় বুঝিয়ে বললো। তখন থেকেই মনে মনে ভাবতাম যে সাব্বির যদি কোন কোর্স করায় তাহলে ওর আন্ডারে কোর্স করবো। আলহামদুলিল্লাহ সেই সুযোগও পেয়েছিলাম। এখনো তার থেকে আমি সাজেশন নেই প্রায়ই।
একজন ডিজাইনার হতে হলে শুধু ট্যুলস জানলেই হয়না আরও অনেক কিছুই জানতে আর সেই জানা বিষয়টাকে কিভাবে কাজে লাগাতে হয় এটা সাব্বির অনেক সুন্দর করে বুঝায়। একজন ডিজাইনার হতে হলে কি কি বিষয়ে গুরুত্ব দেয়া উচিৎ এটা সাব্বিরের থেকে শিখেছি আমি।
একটা ফুল প্যাকেজ বলা যায় সাব্বিরকে।
অনেক অনেক দোয়া রইলো সাব্বিরের জন্য। আল্লাহ সবসময় তোমার সহায় হোক।
Sobuj Ahmed SirajiSobuj Ahmed Siraji
01:20 29 Jul 22
২০২০ এর শেষের দিকে সরকারি প্রজেক্ট থেকে টুলস শিখে ফ্রিলান্সার ডট কমে গিয়ে যখন দিনের পর দিন লোগো কনটেস্টে রিজেক্ট খাচ্ছিলাম তখনই ভাবছিলাম গ্রাফিকস ডিজাইন আর আমার দ্বারা সম্ভব না, একদিন কলেজ থেকে ফিরে এসে প্রতিদিনের মতোই ফেসবুকে স্ক্রলিং করছিলাম হঠাৎ একটি ডিজাইনে আমার চোখ আটকে যায় পরে রিসার্চ করে বের করলাম এটা সাব্বির ভাইয়ার কাজ, ভাইয়ার প্রোফাইলে সাদা কালো ছবির নির্ভার হাসি দেখে সাহস করে নক দিই টিপস নেওয়ার জন্য সাথে সাথে রিপ্লাই পেয়ে যাই এবং আমার চেষ্টা দেখে ভাইয়া ইন্টার্ন একাডেমীর চলমান কোর্সে ক্লাস করার সুযোগ দেন, তার পর থেকেই ডিজাইনের প্রিন্সিপাল যেমন Contrast, Balance, Hierarchy, Alignment, Proximity, Repetition & Rhythm, White Space, Simplicity ডিজাইনে কিভাবে ব্যবহার করতে হয় এবং বিশেষ করে কিভাবে একটি ইন্টারেস্টিং আইডিয়া বের করতে হয়, ডিজাইনের মাধ্যমে কিভাবে গল্প বলতে হয়, কাজ করতে করতে মাথা লক হয়ে গেলে সমাধান এইসবের বেশ ভালো ধারনা চলে আসে এবং ধীরে ধীরে ক্লাসের ফিডব্যাক আর আর ভাইয়ার অকল্পনীয় (বেলা ১১ থেকে ভোর ৪টা!) সাপোর্টে কাজ ভালো হতে থাকে।তবে কোর্সের শেষের দিকে সিক্রেট ক্লায়েন্ট হান্টিংটা খুবই ভালো ছিল এখন আমার বেশ কয়েকটি ক্লায়েন্ট! এবং প্যাসিভ মার্কেটে ইন্ডাস্ট্রির বড় বড় ডিজাইনারদের সাথে লড়ে যাচ্ছি সমান তালে!
Md Amzad KhanMd Amzad Khan
21:09 29 May 22
Learn more than you can from a Great graphic designer.
js_loader